• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ঢাবির কলা-সামাজিক বিজ্ঞান অনুষদে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ নভেম্বর ২০১৭, ১৬:২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে।

এতে সভাপতি পদে রাগীব নাঈম ও সাধারণ সম্পাদক পদে হাসিব মোহাম্মদ আশিক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকালে ডাকসু ভবনে অনুষ্ঠিত অনুষদের পঞ্চম কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়।

২১ সদস্যের ওই কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নিসর্গ নিলয়।

কমিটিতে সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত ফাহাদ, রাজিব দাস, জয় রায়।

সহ সাধারণ সম্পাদক হয়েছেন কাজী মালিহা, সরকার বাপ্পি, পল্লব রায়।

এছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন ঐশ্বর্য আহমেদ, দপ্তর সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল নোমান।

একইসঙ্গে প্রচার সম্পাদক পদে তানভীর হাসান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে প্রত্ন প্রতীম মেহেদী, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সৈয়দা তাসলিমা হোসেন নদী, ক্রীড়া সম্পাদক পদে সাগর রায়, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে মোমিনুল হক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে রুদ্রনীল রানা নির্বাচিত হয়েছেন।

সদস্য হয়েছেন বিদায়ী সভাপতি রজত তন্ময় পাল ও মেঘ মল্লার বসু।

'ডাকসুই হোক সকল অগণতান্ত্রিক অন্ধকারের বিরুদ্ধে প্রতিরোধের হাতিয়ার' এই স্লোগানকে ধারণ করে এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়।

কলা ও সমাজবিজ্ঞান অনুষদের বিদায়ী সভাপতি রজত তন্ময় পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি তুহিন কান্তি দাস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাখাওয়াত ফাহাদ।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh