• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইনস্টিটিউট করা সম্ভব নয় : শিক্ষামন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মার্চ ২০১৭, ১৬:৪০

গার্হস্থ্য অর্থনীতি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এটি ঢাবির ইনস্টিটিউট করা সম্ভব নয়। বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তা বাস্তবায়ন সম্ভব নয়। কেউ দাবি তুললেই রাতারাতি একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ইনস্টিটিউটে রূপান্তর করা যায় না।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেয়া হয়েছে। কিছুদিন আগে ঢাকার আরো ৭টি কলেজকে পরীক্ষামূলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেয়া হয়েছে। সুতরাং এ মুহূর্তে তাদের ইনস্টিটিউট ঘোষণা করা যায় না।

তিনি বলেন, ছাত্রীদের দাবিকে সমর্থন করে গার্হস্থ্য অর্থনীতি কলেজকে যদি এখন ইনস্টিটিউট করা হয় তখন একই দাবিতে অন্য কলেজগুলোও আন্দোলনে নামবে। তখন সরকার কি করবে? তাই সব কিছু বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেয়া হবে। শুধু দাবি তুলে আন্দোলন করলেই হয় না।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh