• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

মেহেদির রঙ গাড় ও দীর্ঘস্থায়ী করার উপায়

লাইফস্টাইল ডেস্ক

  ২৫ ডিসেম্বর ২০১৭, ১৬:১৪

ঈদ, বিয়ে কিংবা যে কোনো অনুষ্ঠান মেহেদী ছাড়া পরিপূর্ণতা পায় না। বিশেষ এই দিনগুলোতে হাত ভরে মেহেদী লাগানো প্রতিটা মেয়ের শখ। তবে বিয়ের দিনের জন্য নববধূদের প্রথম পছন্দ মেহেদি। হাত ভরা মেহেদীর পাশাপাশি পায়ে মেহেদী লাগানো এখন ফ্যাশন। কিন্তু অনেকেই আছেন যারা মেহেদীর রঙ নিয়ে টেনশনে ভোগেন। কথায় আছে, যাদের বিয়ের মেহেদীর রঙ যত বেশি গাড়, তাদের ভালোবাসা ততোটা গভীর হয়।

তাই মেহেদীর রঙ গাড় এবং দীর্ঘস্থায়ী করার জন্য জেনে নিন কিছু টিপস—

• মেহেদী লাগানোর পূর্বে হাত ও পা ভালোভাবে ধুয়ে নিন যাতে কোনো ময়লা না থাকে।

• মেহেদী লাগানোর পর ৫ থেকে ৭ ঘণ্টা হাতে রাখুন।

• মেহেদীর রঙ গাড় হতে সময় লাগে। তাই অনুষ্ঠানের ২দিন আগে মেহেদী লাগান।

• মেহেদী শুকিয়ে গেলে হাতে লেবু পানি দিন। সামান্য একটু পানিতে চিনি এবং লেবুর রস গুলে হাতে–পায়ে ছিটা দিন। খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত পানি না দেয়া হয়।

• লবঙ্গের ভাপও নিতে পারেন আপনি। মেহেদীর রঙ গাড় করার জন্য একটি গরম কয়েকটি লবঙ্গ দিন। ধোঁয়া উঠলে পাত্রের উপর দিয়ে হাত ঘোরান যাতে ধোঁয়া হাতে লাগে।

• মেহেদী লাগানোর সাথে সাথে হাতে বা পা সাবান লাগাবেন না। এছাড়া মেহেদী ওঠানোর পর কয়েকঘণ্টা পানি লাগাবেন না।

• মেহেদী দীর্ঘস্থায়ী করতে চাইলে মেহেদী লাগানোর মেনিকিওর, পেডিকিউর কিংবা বডি মাসাজ করাবেন না।

• সব থেকে ভালো উপায় হল স্বাভাবিকভাবে মেহেদী শুকানো। কখনো হেয়ার ড্রয়ার দিয়ে মেহেদী শুকাবেন না।

আপনি যদি বাজারের মেহেদী লাগান তবে অনুষ্ঠানের মাস খানেক আগে হাতে একটু লাগিয়ে দেখবেন আপনার এলার্জি সমস্যা আছে কি না।

এন/পি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারও জন্য কিছুই করা হয়ে ওঠে না!
ধর্মকর্ম ও তেল ব্যবসায় সময় কাটাচ্ছেন নায়ক মেহেদী (ভিডিও)
নীল রঙের লবণ খেলে কী হয় জানেন
ঈদের ৩ সপ্তাহ পর প্রেক্ষাগৃহে নতুন ২ সিনেমা
X
Fresh