• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে আবেদনের শেষ দিন কাল

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৩ অক্টোবর ২০১৮, ১১:০১

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (পরিসংখ্যান)’ পদে নিয়োগের শেষ দিন কাল (রোববার)। এতে ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করবেন ভেবেও এতদিন যারা করেননি, তাদের হাতে বেশি সময় নেই। কালের মধ্যেই শেষ করতে হবে আবেদন প্রক্রিয়া।

বেতন

সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তি প্রকাশ করে গত মাসের ১৮ তারিখ। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এই পদে ২২০০০-৫৩০৬০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে। পাশাপাশি রয়েছে অন্যান্য সুবিধা।

আবেদনের যোগ্যতা

এই পদে আবেদন করতে হলে স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি অথবা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির প্রয়োজন হবে। শিক্ষাজীবনে কমপক্ষে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনও পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়স

১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে সর্বোচ্চ ৩০ বছর বয়সীরা এই পদে আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন করবেন যেভাবে

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। শুধু অনলাইনে এ আবেদন করা যাবে। আবেদন করতে আমাদের দেওয়া লিংকে প্রবেশ করলেও হবে।

বিস্তারিত দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
অর্ধশতাধিক কর্মকর্তা একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন
খেলাপি ঋণ ও ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ
X
Fresh