• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হলি আর্টিসানে নিহতদের পরিবারকে সান্ত্বনা দিলেন পোপ

অনলাইন ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২০

ঢাকার গুলশানে হলি আর্টিসান রেঁস্তোরায় জঙ্গি হামলায় নিহত ইতালিয়ানদের পরিবারের সঙ্গে সাক্ষাত করলেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটির স্থানীয় সময় বুধবার সকালে এ সাক্ষাত করেন বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।

হলি আর্টিসানে ওই হামলায় জঙ্গিদের হাতে বিদেশিসহ মোট ২২ জন নিহত হয়েছিলেন। এদের মধ্যে ৯ জন ছিলেন ইতালিয়ান নাগরিক। তাদের পরিবারের মোট ৩৬ জন্য সদস্য পোপের সঙ্গে সাক্ষাত করেন।

পোপ তাদের সান্ত্বনা দিয়ে বলেন, ভালোবাসার পথ থেকে ঘৃণার পথে যাওয়াটা সহজ। কিন্তু এর বিপীরতটা করা কঠিন।

তিনি আরো বলেলেন, নিঃসন্দেহে এই ঘটনা তোমাদের মনে দুঃখ-কষ্ট, ঘৃণা ও প্রতিশোধের ইচ্ছে জাগিয়েছে। কিন্তু তোমরা এই যন্ত্রণা সহ্য করে ভালোবাসার পথেই হেঁটেছো। বাংলাদেশের মানুষকে সাহায্য করেছো। বিশেষ করে তরুণ বাংলাদেশিরা যেনো লেখাপড়া করতে পারে সেই ব্যবস্থা করছো। এটাই শান্তির পথ। এ জন্য আমি তোমাদের ধন্যবাদ জানাই। আমার কাছে এটি একটি উদাহরণ।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh