• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

লন্ডনে প্রথম নারী পুলিশ কমিশনার

অনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩০

লন্ডনের প্রথম নারী পুলিশ কমিশনার হলেন ক্রেসিডা ডিক। লন্ডন পুলিশের ১৮৮ বছরের ইতিহাসে ৫৬ বছরের ডিকই প্রথম নারী পুলিশ প্রধান। তিনি বার্নার্ড হোগান-হোর স্থলাভিষিক্ত হচ্ছেন।

অক্সফোর্ড থেকে ডিগ্রি নেয়া ডিক ১৯৮৩ সালে স্কটল্যান্ড ইয়ার্ডে যোগ দেন কনস্টেবল পদে। ২০১৫ সালে পররাষ্ট্র বিভাগে যোগ দেয়ার আগ পর্যন্ত তিনি লন্ডন ও অক্সফোর্ড পুলিশের বিভিন্ন পদে ছিলেন।

নতুন দায়িত্বে তাকে লন্ডন পুলিশের প্রায় ৪৩ হাজার কর্মকর্তা-কর্মচারিকে সামলাতে হবে, যাদের জন্য বার্ষিক বরাদ্দ ৩শ কোটি পাউন্ডের বেশি।

অবসরে যাবার আগে শেষ বক্তৃতায় বিদায়ী পুলিশ কমিশনার হোগানও বলেছেন, বাজেটের চাপ সামলাতে সামনের দিনে কর্মী সংখ্যা ও অস্ত্র কেনার পরিমাণ কমাতে হবে। যা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে পুলিশকে পিছিয়ে দেবে।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh