• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

১২শ’ ইয়াজিদি শরণার্থীকে গ্রহণ করলো কানাডা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৯

শরণার্থী বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন অস্থিরতায় ভুগছেন, তখনই দৃষ্টান্ত সৃষ্টি করলো কানাডা। ইরাকে আইএস জঙ্গিদের হাতে নির্যাতনের শিকার ১২শ’ ইয়াজিদি শরণার্থীকে গ্রহণের কথা ঘোষণা করলো দেশটি।

এরই মধ্যে ৪শ’ ইয়াজিদিকে কানাডা নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অভিবাসন মন্ত্রী আহমেদ হুসেন। ইরাকে আইএসের হাতে নির্যাতনকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছে দেশটি।

এরই প্রেক্ষিতে ইয়াজিদিদের গ্রহণে পার্লামেন্টে প্রস্তাব পাসের পর এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান আহমেদ হুসেন। শুরুতে মহিলা ও শিশুদের আশ্রয় দেয়ার পরিকল্পনা থাকলেও এখন সব নির্যাতিতদেরই আশ্রয় দিতে ব্যবস্থা নিচ্ছে কানাডা।

২০১৫ সালের শেষে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকার ৪০ হাজার সিরীয় শরণার্থীকে পুনর্বাসন করেছে। এছাড়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করার পর অভিবাসীদের কানাডায় আমন্ত্রণ জানান কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh