• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পরীক্ষা না দিতে ছাত্রী উঠলো বটগাছে!

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৭

মাধ্যমিকের প্রথম পরীক্ষা। কিন্তু ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শোরগোল পড়ে গেলো এলাকায়। অবশেষে পাওয়া গেলো ছাত্রী বাপি দাশকে। তাকে পাওয়া গেলো বটগাছের ডালে।

ভারতের আসাম রাজ্যের কাটলিছড়া চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী বাপি দাশ। শিবঠাকুরকে পুজো দেয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলো বাপি।

কিন্তু মন্দিরে না গিয়ে সে চড়ে বসে বটগাছে। অনেক ডাকাডাকির পরেও সে নামেনি। কেউ নামাতে চাইলে লাফ দেয়ার কথাও বলে সে। এলাকাবাসী জড়ো হয়ে যান বটগাছের নিচে।

অবশেষে বাপির চাচা উত্তম দাশ ঝুঁকি নিয়ে উঠে পড়েন বটগাছে। বুঝিয়ে-শুনিয়ে নামিয়ে আনেন বাপিকে। কিন্তু ততক্ষণে পরীক্ষার হলে যাবার সময় শেষ। আর পরীক্ষা দিতে হলো না বাপিকে।

তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, পরীক্ষার নাম শুনলে বরাবরই ভয় পায় বাপি। এর আগেও পরীক্ষা না দেবার জন্য সে অনেক কিছু করেছে।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh