• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে সাঁড়াশি অভিযানে শতাধিক নিহত

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩৭

পাকিস্তানের সিন্ধু প্রদেশে সুফী মাজারে আত্মঘাতি হামলার পরে সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। অভিযানে এ পর্যন্ত শতাধিক জঙ্গি নিহত হয়েছেন। আটক করা হয়েছে আরো অর্ধ শতাধিক।

শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম সেল বিবৃতিতে দাবি করেছে, ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযানে শতাধিক জঙ্গি নিহত হয়েছেন। ডন এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলো সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনের শক্তিগুলো উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। সীমান্তের কাছাকাছি থেকে এ কর্মকাণ্ডের নেটওয়ার্ক পরিচালনা করা হয় বলেও দাবি করা হয় এ বিবৃতিতে।

এতে আরো জানানো হয়, গেলো রাত থেকে সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীকে সীমান্তে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার শেহওয়ানে লাল শাহবাজ কালান্দারের মাজারে আত্মঘাতী হামলায় নিহত হন ৮৩ জন। এ হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

এদিকে হামলার পর ভক্তরা মাজারটিতে ফের ভিড় করতে শুরু করেছেন। পাকিস্তান সরকার এ হামলার জন্য আফগানিস্তানের দিকে আঙ্গুল তুলছে। তলব করা হয়েছে আফগান দূতাবাসের কর্মকর্তাদের।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh