• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বানরের যন্ত্রণায় আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৫৩

বানরের বাঁদরামির যন্ত্রণায় আত্মহত্যা করলো পুষ্পলতা নামে ভারতীয় নারী। গেলো মঙ্গলবার এ ঘটনা ঘটে।

৫২ বছরের পুষ্পলতা ছিলেন থিরুবন্তপুরমের ভেল্লারাডা অঞ্চলের বাসিন্দা। পাহাড়ি ওই এলাকায় সন্তানদের নিয়ে থাকতেন তিনি।

স্থানীয় পুলিশ জানায়, গেলো বছর পুষ্পলতার স্বামী মারা যান। তারপর থেকে তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ভেল্লারাডা অঞ্চলে বাঁদরের উপদ্রব খুব বেশি। যার স্বীকার হলো রাবার বনে বাস করা পুষ্পলতার পরিবার।

পুলিশ আরো জানায়, বাড়ির ভিতরে ঢুকে প্রায় জিনিসপত্র নষ্ট করতো বানরগুলো। এবার এ উপদ্রব এতোটা বেড়েছে যে যার কারণে আত্মহত্যা পথ বেচে নিলেন পুষ্পলতা। বানরের যন্ত্রণায় অধিকাংশ বাসিন্দাই এলাকা ছেড়েছে।

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh