• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ব্রেক্সিট নিয়ে আরো একধাপ এগোল ব্রিটেন!

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০২

ব্রিটেন: ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হওয়ার পথে আরো একধাপ এগিয়ে গেল যুক্তরাজ্য। হাউস অব কমন্সে ব্রেক্সিটের পক্ষে ভোট পড়ার পর শ্বেতপত্র প্রকাশ করেছে ব্রিটিশ সরকার।

ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যুক্তরাজ্য কী অর্জন করতে চায় তার একটি ‘পরিষ্কার লক্ষ্য’ বর্ণনা রয়েছে শ্বেতপত্রে।

৭৫ পৃষ্ঠার শ্বেতপত্রে ইইউ ছাড়ার পর বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্য চুক্তির পূর্ণ সুবিধা নিশ্চিত করারও অঙ্গীকার করা হয়েছে।

এদিকে শ্বেতপত্রের কঠোর সমালোচনা করে লেবার পার্টির নেতারা বলেছেন, অনেক বেশি সময় ব্যয় করে এ শ্বেতপত্র তৈরি করা হয়েছে। কিন্তু এতে উল্লেখযোগ্য তেমন কিছুই নেই।

গেলো মাসেই ল্যাংকাস্টার হাউজে দেয়া তেরেসা মে’র বক্তব্যের পর শ্বেতপত্র তৈরির কাজ শুরু হয়। এসময় ব্রিটেনকে আরো শক্তিশালী, উত্তম ও বৈশ্বিক হিসেবে গড়ে তুলতে ব্রেক্সিটের প্রয়োজনিয়তা তুলে ধরেন তিনি।

এফএস/এআর

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh