• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পের নিষেধাজ্ঞার পক্ষে আমিরাত

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিমবিরোধী নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশের পক্ষে মত দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

গেলো শুক্রবার এক নির্বাহী আদেশে ৩ মাসের জন্য ৭ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে স্থগিতাদেশ দেন ট্রাম্প। পাশাপাশি শরণার্থী কর্মসূচি ৪ মাসের জন্য স্থগিত করেন তিনি। তবে সব শরণার্থীর বেলায়, কর্মসূচি স্থগিতের মেয়াদ নির্দিষ্ট ৪ মাস হলেও সিরিয়ার ক্ষেত্রে এ মেয়াদ অনির্দিষ্টকালের।

এ বিষয় নিয়ে বুধবার পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ বললেন, ৭ টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ভ্রমণে ডোনাল্ড ট্রাম্প যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা যুক্তরাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্ত। কোনো ধর্মের সঙ্গে এর সংশ্লিষ্টতা নেই।

গেলো জানুয়ারিতে একই রকম বক্তব্য দিয়েছিলেন ট্রাম্প।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh