• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভারতের পার্লামেন্টে জিএসটি বিল পাস

অনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট ২০১৬, ১৭:৩২

ভারতের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাস হলো প্রতীক্ষিত পণ্য ও পরিসেবা কর বিল (জিএসটি)। স্বাধীনতার পর এই প্রথম এত বড় কর-সংশোধনীর পথে হাঁটল দেশটি।

বৃহস্পতিবার সংবিধান বিল ২০১৪ (১২২তম সংশোধনী)-কে পার্লামেন্টের উচ্চকক্ষ অনুমোদন করে। এদিন সাত ঘ্ণ্টা বিতর্কের পর ভোটাভুটি হয়। বিলের পক্ষে ২০৩টি ভোট পড়লেও বিপক্ষে একটিও পড়েনি।

বিষয়টিকে বিজেপির ’নৈতিক জয়’ বলে উল্লেখ করেছে রাজনৈতিক মহল। দীর্ঘদিন ধরেই এই বিলের বিরোধিতা করে আসছিল কংগ্রেসসহ বিরোধী দলগুলো। ফলে প্রায় ২ বছর আটকে ছিল জিএসটি।

জিএসটি বিল কার্যকর হলে গোটা ভারতে একই হারে কর ব্যবস্থা চালু হবে। এর আগে দেশটির কেন্দ্র ও বিভিন্ন অঙ্গরাজ্যে পণ্য ও পরিসেবায় পৃথক কর ব্যবস্থা চালু ছিল। ফলে পণ্য ও পরিষেবা একই হলেও অঞ্চলভেদে ব্যবসায়ীসহ সবাইকে ভিন্ন হারে কর দিতে হত।

একে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে সব দলকেই ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, সহযোগিতাপূর্ণ যুক্তরাষ্ট্রীয় নিদর্শন হয়ে থাকবে জিএসটি। একসঙ্গে আমরা ভারতকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাব।

জিএসটি বিল পাসকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটারে প্রতিক্রিয়ায় তিনি বলেন ’জিএসটি বিল চালুর বিষয়ে আমরা ধারাবাহিকভাবে সমর্থন করেছি। রাজ্যসভায় ভালো সংশোধনী পাস হয়েছে। সব রাজ্যই অতি ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীদের স্বস্তি দিতে চায়। বিষয়টি অবশ্যই রাজ্যগুলোর একক নিয়ন্ত্রণে থাকতে হবে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh