• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বসতবাড়ির ওপর বিধ্বস্ত বিমান, নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জানুয়ারি ২০১৭, ১১:২৮

কিরগিজস্তানে বসতবাড়ির ওপর আছড়ে পড়লো টার্কিশ এয়ারলাইনসের কার্গো বিমান। এতে মারা গেছেন অন্তত ৩২ জন। রাজধানী বিশকেকের মানাস বিমানবন্দরের কাছে বসতবাড়ির ওপর আছড়ে পড়ে বোয়িং ৭৪৭ বিমানটি। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে বিমানের আরোহী ও বিমান আছড়ে পড়ায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর লোকজন রয়েছেন। এদের অধিকাংশ শিশু বলে জানা গেছে।

কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, উদ্ধারকর্মীরা একজন পাইলট ও ১৫ জন স্থানীয় বাসিন্দার মরদেহ উদ্ধার করেছেন। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে ঘন কুয়াশায় দূরের বস্তু ভালোভাবে দেখা যাচ্ছিল না।

হংকং থেকে মানাস বিমানবন্দর হয়ে তুরস্কের ইস্তাম্বুলে যাচ্ছিল বিমানটি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এতে ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।



এফএস/এসএস/এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh