• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ধূমপানে মারা যাবে ৮০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ জানুয়ারি ২০১৭, ২৩:২৫

ধূমপানে ১ বছরে বিশ্বব্যাপী মোট খরচ ১ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। আর ধূমপানের কারণে ২০৩০ সাল নাগাদ বিশ্বে প্রতিবছর ৮০ লাখ মানুষ মারা যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনিস্টিটিউটের গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ধূমপানে প্রতিবছর যা খরচ হয়, তা তামাক করের আয়ের চেয়ে বহুগুণ বেশি।

ডব্লিউএইচও’র হিসাবে, ২০১৩-১৪ সালে বিশ্বে তামাকজনিত কর থেকে প্রায় ২৬৯ বিলিয়ন ডলার আয় হয়।

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বর্তমানে প্রতিবছর ধূমপানের কারণে ৬০ লাখ মানুষ মারা যায়। ২০৩০ সাল নাগাদ তামাকজনিত কারণে মৃত্যুর সংখ্যা তা থেকে বেড়ে ৮০ লাখে পৌঁছবে। এসব মৃত্যুর ৮০ শতাংশ ঘটবে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে।

গবেষণায় দেখা যায়, বিশ্বের প্রায় ৮০ শতাংশ ধূমপায়ীর বসবাস নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। বৈশ্বিক জনগোষ্ঠীর মধ্যে ধূমপানের প্রবণতা কমলেও ধূমপায়ীর সংখ্যা বাড়ছে।

এতে আরো বলা হয়, সরকারগুলোর আশঙ্কা, তামাকের ওপর নিয়ন্ত্রণ আরোপ করলে এটি অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। তবে তাদের এ শঙ্কার পক্ষে কোনো প্রমাণ মেলেনি।

এপি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh