• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফ্রান্সে ২০ মসজিদ বন্ধ

অনলাইন ডেস্ক
  ০২ আগস্ট ২০১৬, ১৬:৩৪

উগ্রপন্থী মতবাদ ছড়ানোর অভিযোগে গেল আট মাসে ২০টি মসজিদ বন্ধ করে দিয়েছে ফ্রান্স সরকার।ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনিউভ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যারা মসজিদ থেকে উগ্রপন্থী মতবাদ ছড়ায়, প্রজাতন্ত্রের নীতিকে অসম্মান করে, নারী-পুরুষের সমানাধিকারে বিশ্বাসী নয়, তাদের ফ্রান্সে কোনো স্থান নেই।

মন্ত্রী বলেন, মূলত এসব কারণেই গত কয়েক মাস আগে মসজিদগুলো বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।আগামীতে তা আরো হবে।

ফরাসি কাউন্সিলের মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক শেষে ক্যাজেনিউভ এসব কথা বলেন।

সম্প্রতি ফ্রান্সের নিস শহরে বাস্তিল উৎসবে ট্রাক চাপা দিয়ে ৮৪ জনকে হত্যা করে তিউনিসিয়ান বংশোদ্ভূত এক মুসলিম। এর রেষ কাটতে না কাটতেই নরমান্ডিতে ক্যাথলিক পুরোহিতকে খুন করে সন্ত্রাসীরা। এরপর থেকে সন্ত্রাসী হামলার আতঙ্কে রয়েছে দেশটি। সে প্রেক্ষাপটেই এ বৈঠক হয়।

বৈঠকে বার্নার্ড ক্যাজেনোভ আরো বলেন, ২০১২ সাল থেকে এ পর্যন্ত ৮০ জনকে ফ্রান্স থেকে বহিষ্কার করা হয়েছে। আরো কয়েকজনকে বের করে দেয়ার প্রক্রিয়া চলছে।

ফ্রান্সে প্রায় ২৫০০ মসজিদ রয়েছে। এর মধ্যে ১২০টি কট্টরপন্থি মতাদর্শ অনুসারীদের।

গেল সপ্তাহে ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেন, তার সরকার মসজিদগুলোতে বিদেশি অর্থ সহায়তা নিষিদ্ধ করার চিন্তা করছে। এসব অর্থ সহায়তা উগ্রবাদী চিন্তাধারাকে উৎসাহিত করছে বলে অভিযোগ উঠার পর তিনি এ কথা বলেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh