• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিচারকের বাড়িতে শিশু নির্যাতন

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ জানুয়ারি ২০১৭, ১৪:০৮

বিচারকের বাড়িতে ১০ বছরের শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগ ওঠেছে। পাকিস্তানের ইসলামাবাদে নির্যাতনের এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু নির্যাতনের ছবি প্রকাশের পর দেশটিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিচারক রাজা খুররম আলী খানের বাসায় দু’বছর ধরে কাজ করছে মেয়েটি। শরীরে নির্যাতনের চিহ্নসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রচারের পর গেলো মাসে ঘটনাটি প্রকাশ পায়। এর আগে নিখোঁজ থাকা শিশু গৃহকর্মীকে ইসলামাবাদ থেকে উদ্ধার করে পুলিশ।

চিকিৎসকরা জানান, শিশুটির শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। হাতে পায়ে পোড়া দাগ রয়েছে। আঘাতের বিষয়ে বুধবার সুপ্রিম কোর্টে প্রতিবেদন জমা দেবার কথা রয়েছে।

পাকিস্তানে প্রায় ১ কোটি ২০ লাখ শিশু শ্রমিক রয়েছে বলে ধারণা করা হয়। এদের অনেকেই কঠিন এবং বিপদজনক পরিবেশে কাজ করছে। এ ব্যাপারে মানবাধিকার সংগঠনগুলো বলছে, পাকিস্তানের শ্রম আইনে শিশু নির্যাতনের বিষয়টি উপেক্ষা করা হয়েছে। সেখানকার অনেক শিশুই খুব অল্প বয়স থেকে রাস্তায় অথবা মধ্যবিত্ত বাড়িতে কাজ করে।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh