• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘গাঁজা’র কারণে ‘হলিউড’ যখন ‘হলিউয়িড’

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ জানুয়ারি ২০১৭, ১৮:৫২

‘উয়িড’ শব্দের অর্থ ‘গাঁজা। রোববার সকালে লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা ঘুম থেকে ওঠে দেখেন হলিউড লেখা সাইনটি পরিবর্তিত হয়ে ‘হলিউয়িড’ মানে ‘হলিগাঁজা’ হয়ে আছে।

এ ঘটনাটিকে পুলিশ নতুন বছরের তামাশা ধরে নিয়ে তদন্ত শুরু করেছে।

১৯৭৬ সালে রাজ্যটিতে গাঁজা সেবন আইনের কড়াকড়ি শিথিল করার পরও প্রায় একই ধরনের তামাশা করা হয়েছিলো। তা আবার করা হল ২০১৭ সালের ১ম দিনটিতে।

মাউন্ট লি-তে স্থাপিত সাইনটি ৪৫ ফুট উঁচু অক্ষর দিয়ে তৈরি। মজা করতে গিয়ে অবশ্য সাইনটির কোনো ক্ষতি করা হয়নি। দু’টি ইংরেজি ‘ও’ অক্ষরের একটি অংশকে তারপুলিন নিয়ে ঢেকে লোয়ার-কেইসের ‘ই’ করে দেয়া হয়েছে।

লস অ্যাঞ্জেলস টাইমস জানায়, নিরাপত্তা ক্যামেরায় শুধু এক ব্যক্তিকে অক্ষরগুলো বেয়ে উঠতে দেখা গেছে।

গেলো ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ক্যালিফোর্নিয়ায় গাঁজা বৈধকরণের বিষয়েও ভোট গ্রহণ করা হয়, তাতে রাজ্যটির বাসিন্দারা গাঁজা বৈধ করার পক্ষে ভোট দেয়।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh