• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সুন্দরী কুর্দি তরুণীর মাথার দাম ৮ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ ডিসেম্বর ২০১৬, ১৯:০২

২৩ বছরের তরুণী জোয়ানা পালানি। আর দশটা সাধারণ মেয়ের মতো হলেও আইএস’র বিরুদ্ধে তিনি সশস্ত্র যোদ্ধা। এ কারণেই আইএস এ তরুণীর মাথার বিনিময়ে দিতে চান ১০ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি)।

ইরাকের রামাদিতে ১৯৯৩ সালে এক শরণার্থী শিবিরে জন্ম নেয় জোয়ানা। উপসাগরীয় যুদ্ধের সময় তার পরিবার আশ্রয় নেয় ডেনমার্কে। ২০১৪ সালে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষ না করেই তিনি যোগ দেন কুর্দিদের নিজস্ব সেনাবাহিনীতে। সিরিয়া ও ইরাক থেকে আইএস তাড়ানোর যুদ্ধে নাম দেন জোয়ানা। এরইমধ্যে সোশ্যাল মিডিয়াও সাড়া ফেলেছেন এ লাস্যময়ী সুন্দরী।

বর্তমানে জোয়ানা ডেনমার্কে আছেন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিরিয়া ও ইরাক অঞ্চলে গিয়ে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করার অভিযোগে তার এখন বিচার চলছে। অভিযুক্ত হলে দু’বছরের কারাদণ্ড হতে পারে তার।


শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রকাশ্যে নানা হুমকিও আসছে জোয়ানার কাছে। এ হুমকির তালিকায় সর্বশেষ যুক্ত হলো আইএস। জঙ্গি এ সংগঠনটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নিজস্ব বিভিন্ন ওয়েবসাইটে জোয়ানাকে হত্যার জন্য ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে।

এপি/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh