• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাহাড়ে ভেঙে পড়লো সেনাবিমান, সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ ডিসেম্বর ২০১৬, ১১:৪৬

ইন্দোনেশিয়ার প্রত্যন্ত পাপুয়া প্রদেশে দেশটির বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সবাই নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার সকালে বিমানটি বিধ্বস্ত হয়।

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ দুর্ঘটনায় ৩ পাইলট এবং ১০ সেনা সদস্য মারা গেছেন।

স্টাফ বিমানবাহিনী প্রধান অগাস সুপ্রিয়াটনা মেট্রো টিভিকে বলেন, বৈরি বা প্রতিকূল আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

বিধ্বস্ত বিমানটি হারকিউলিস সি-১৩০ প্রশিক্ষণ বিমান। স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে এটি তিমিকা থেকে ওয়ামেনা শহরের উদ্দেশে রওনা হয়। কিন্তু পথে লিসুয়া পর্বতমালার ওপর বিধ্বস্ত হয়।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী বিভাগের কার্যনির্বাহী পরিচালক আইভান আহমাদ রিস্কি তিতুস জানায়, দুর্ঘটনাস্থল শনাক্ত করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ ওয়ামেনায় আনা হয়েছে।

ইন্দোনেশিয়ায় প্রায়ই বিমান দুর্ঘটনা ঘটে। ২০১৫ সালের জুনে আরেক বিমান দুর্ঘটনায় শতাধিক লোকের প্রাণহানি ঘটে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh