• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সামরিক খাতে ব্যয়ে বিশ্বে চতুর্থ ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ ডিসেম্বর ২০১৬, ২২:০৫

বিশ্বে সামরিক খাতে ব্যয়ের দিক দিয়ে সৌদি আরব এবং রাশিয়াকে টপকে চতুর্থ স্থানে ওঠে এসেছে ভারত। এর আগে ষষ্ঠ স্থানে ছিল দেশটি। এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা আইএইচএস জেন’স।

সমীক্ষানুযায়ী বিশ্বে গেলো দু’বছরে সামরিক ব্যয় বেড়েছে। যুদ্ধ-বিগ্রহের প্রস্তুতি, অস্ত্রাগার বাড়িয়ে তোলা আর বিধ্বংসী প্রযুক্তি উদ্ভাবনে বিভিন্ন রাষ্ট্রের বিপুল উৎসাহ দেখেই উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞ মহলে।

মার্কিন প্রতিরক্ষা বাজেট গোটা বিশ্বের প্রতিরক্ষা বাজেটের ৪০ শতাংশ। প্রতিরক্ষা খাতে খরচের প্রশ্নে আমেরিকা এখনও এগিয়ে। ২০১৬ সালে ৬২ হাজার ২০০ কোটি ডলারের কিছু বেশি অর্থ প্রতিরক্ষা খাতে খরচ করেছে আমেরিকা।

১৯ হাজার ১৭৫ কোটি ডলার সামরিক খাতে বরাদ্দ করে দ্বিতীয় স্থানে চীন। তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেন। গেলো ১ বছরে ব্রিটেনের বরাদ্দ ছিল ৫ হাজার ৩৮০ কোটি ডলারের বেশি। আর প্রায় ৫ হাজার ৭০ কোটি ডলার বরাদ্দ করে চতুর্থ স্থানে ভারত।

এপি/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh