• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা ইস্যুতে আসিয়ানের জরুরি বৈঠক ডেকেছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৯

রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সহযোগিতা সংস্থার (আসিয়ান) জরুরি বৈঠক ডেকেছে মিয়ানমার। ১৯ ডিসেম্বর ইয়াঙ্গুনে বৈঠকটি হবে বলে জানা গেছে। রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের ওপর সেনাবাহিনীর হামলার ফলে সৃষ্ট সঙ্কট সমাধানের পথ খুঁজতেই এ উদ্যোগ নিয়েছে মিয়ানমার সরকার।

আসিয়ানভুক্ত দেশগুলো হলো ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

গেলো দু’মাস ধরে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানে খুন, ধর্ষণ, বাড়ি-ঘর পুড়িয়ে দেয়ার ঘটনায় প্রতিবেশী দেশগুলোর সমালোচনার মুখে পড়েছে মিয়ানমার সরকার। সমালোচনা হচ্ছে শান্তিতে নোবেল পাওয়া অং সান সু চির নিরব ভূমিকা নিয়েও।

গেলো সপ্তাহে মালয়শিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক গণহত্যার জন্য সু চিকেই দায়ী করেছেন। তবে মিয়ানমার সরকার এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

দেশটির সেনা সদস্যারা সংখ্যালঘু মুসলমানদের ওপর গণহত্যা চালাচ্ছে। এছাড়া নারীদের ধর্ষণ, বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগও রয়েছে। প্রাণ বাঁচাতে এ পর্যন্ত প্রায় ২০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

এফএস/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh