• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চেন্নাইয়ে ভারদা’র আঘাতে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ ডিসেম্বর ২০১৬, ১০:২০

ভারতের চেন্নাইয়ের সমুদ্র উপকূলে তান্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ‘ভারদা’। এ পর্যন্ত নিহত হয়েছেন ১০ জন। সোমবার তামিলনাড়ুর অঙ্গরাজ্যের রাজধানী চেন্নাইয়ে আঘাত হান এ ঘূর্ণিঝড়টি।

ঘণ্টায় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিলো ১২০ থেকে ১৩০ কিলোমিটার। ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করা পরে কয়েক ঘণ্টা ঝড়ো বাতাস এবং ভারি বৃষ্টিপাত অব্যাহত ছিলো। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে উপকূলের প্রায় বিশ হাজার মানুষকে।

সোমবার চেন্নাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সব স্কুল-কলেজ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে কয়েক হাজার মানুষ। ভেঙে পড়া বাড়ি, গাছপালা সরাতে কাজ করছে সাতটি দল।

ঘূর্ণিঝড়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারবার্তায় জানিয়েছেন, সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে।

এফএস/এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh