• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আবর্জনা সরাবে মহাকাশযান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ ডিসেম্বর ২০১৬, ১৫:২৮

পৃথিবীর কক্ষপথে মহাকাশ অভিযানের বিপুল পরিমাণ আবর্জনা অপসারণে বিশেষ মহাকাশযান পাঠালো জাপান। শুক্রবার উত্তর প্রশান্ত মহাসাগরের তানেগ্যাশিমা মহাকাশ কেন্দ্র থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে স্বয়ংক্রিয় কার্গো যানটি উৎক্ষেপণ করা হয়।

স্টর্ক বা ‘কোনোতরি’ বা সারস পাখি নামের যানটিতে আছে অ্যালুমিনিয়াম এবং স্টিলের তার দিয়ে বানানো প্রায় সাতশো মিটারের শেকল।

গবেষকদের মতে, পিচ্ছিল এবং ইলেকট্রো ডায়নামিক শেকলটি তীব্র গতিতে ছুটে চলা বর্জ্যগুলোকে ঠেলে দেবে পৃথিবীর বায়ুমন্ডলে। এতে বস্তুগুলো পুড়ে ধ্বংস হবে।

উদ্ভাবনী প্রযুক্তিটি নির্মাণে সহায়তা করেছে মাছধরার জাল প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। স্যাটেলাইটের বাতিল সরঞ্জামাদি, রকেটের ক্ষুদ্র অংশ ও অন্যান্য বর্জ্যসহ প্রায় ১০ কোটি টুকরো ময়লা আছে মহাকাশে।

এ আবর্জনার কারণে স্যাটেলাইটে সংঘর্ষ বেধে ক্ষতি করতে পারে পৃথিবীর টেলিযোগাযোগে। ১৯৫৭ সালে ‘স্পুটনিক ওয়ান’ নামে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ স্থাপনের পর গেল প্রায় ৬০ বছর ধরে জমে আছে জঞ্জালগুলো।



এফএস/আরকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh