• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জয়ললিতার মৃত্যু খবরে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ ডিসেম্বর ২০১৬, ২০:০৯

ভারতের তামিলনাড়ু অঙ্গরাজ্যের ৬ বারের নির্বাচিত মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু নিয়ে সংশয়পূর্ণ খবর প্রচারিত হচ্ছে। স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রচারিত হলেও হাসপাতাল থেকে এটাকে ভিত্তিহীন বলা হচ্ছে।

সান টিভি, থান্তি টিভিসহ ৩টি দক্ষিণ ভারতীয় টেলিভিশন চ্যানেলে জয়ললিতার মৃত্যুর খবর প্রচার করা হয়। একজন সাংবাদিক নিজের টুইটারে পোস্ট দিয়ে লিখেন, ‘চেন্নাইয়ে পার্টির সদর দপ্তরের সামনে দলের পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে। তবে জয়ললিতা জীবিত আছে বলেই দাবি করেছে অ্যাপোলো হাসপাতাল।’

হাসপাতালের পক্ষ থেকে বিবৃতিতেও বলা হয়, লাইফ সাপোর্টে থাকা জয়ললিতার জন্য চিকিৎসকদের বড় একটি দল কাজ করে যাচ্ছেন। কিছু টিভি চ্যানেল ভুল করে প্রচার করেছে যে, মুখ্যমন্ত্রী না ফেরার দেশে চলে গেছেন। এ খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাদেরকে এই প্রেস রিলিজের ভিত্তিতে খবর সংশোধনের পরামর্শ দেয়া হলো।

এপি/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh