• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গণহত্যা বন্ধ করুন, সু চিকে রাজাক

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ ডিসেম্বর ২০১৬, ১৫:০০

মিয়ানমার নেত্রী অং সান সু চিকে ‘গণহত্যা’ বন্ধ করতে বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। রোববার কুয়ালালামপুরে এক শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রাজাক বলেন, মিয়ানমার সরকারকে অবশ্যই পশ্চিমাঞ্চলে রক্তপাত বন্ধ করতে হবে। এতে হাজারো রোহিঙ্গা মুসলিম বাস্তুহারা, ধর্ষণ, নির্যাতন আর হত্যার শিকার হয়েছেন।

সু চিকে উদ্দেশ্য করে রাজাক বলেন, অনেক হয়েছে এবার থামুন। অং সান সু চির নোবেলের কাজ কী? আমরা তাকে বলতে চাই, যথেষ্ট হয়েছে, আমরা অবশ্যই মুসলমান ও ইসলামকে রক্ষা করব।

ওআইসি’র উদ্দেশ্যে তিনি বলেন, দয়া করে কিছু করুন। রোহিঙ্গাদের রক্ষার্থে জাতিসংঘ কিছু করেনি। বিশ্ব এভাবে গণহত্যার বিষয়টি বসে বসে দেখতে পারে না।

এমকে/আরকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh