• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

তাইওয়ান প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের আলাপ!

অনলাইন ডেস্ক
  ০৩ ডিসেম্বর ২০১৬, ১০:২৪

মার্কিন নীতি লঙ্ঘন করলেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথা বললেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে। ১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ছিন্ন করার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট তাইওয়ানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেননি।

শুক্রবার এ প্রথা ভেঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন ট্রাম্প।

ফোনালাপের ব্যাপারে ট্রাম্প টুইটে জানান, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ায় অভিনন্দন জানাতে ফোন করেছিলেন সাই।

প্রেসিডেন্ট হিসেবে জয়লাভের জন্য সাইকেও অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এ ব্যাপারে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্পের কথোপকথনের পরও তাইওয়ানের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিগত কোনো পরিবর্তন হবে না।

তবে এ ব্যাপারে ক্ষুব্ধ হতে পারে চীন। চীনের ‘এক দেশ, এক নীতি’র প্রতি সমর্থন জানিয়ে ১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে কোন প্রতিক্রিয়া জানায়নি চীন।

এফএস / এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh