• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীকে অপসারণ, নতুন প্রধানমন্ত্রী রাজাপাকসে

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ অক্টোবর ২০১৮, ১১:৪৬
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে (বামে) ও প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা (ডানে)

ভারতীয় মহাসাগরের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে অপসারণ করায় দেশটিতে রাজনৈতিক সঙ্কট আরও ঘনীভূত হয়েছে। শুক্রবার বিক্রমাসিংহেকে অপসারণ করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরেসেনা। ওইদিনই তার জায়গায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। খবর আল-জাজিরার।

শুক্রবার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার অফিস থেকে এক বিবৃতিতে রাজাপাকসের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। যদিও বিক্রমাসিংহে পরে জোর দিয়েই বলেছেন যে, তিনি এখনও দেশটির প্রধানমন্ত্রী রয়েছেন।

স্থানীয় গণমাধ্যমকে বিক্রমাসিংহে বলেন, আমার ওপর এখনও পার্লামেন্টের আস্থা আছে। আমি প্রধানমন্ত্রী এবং আমার সংখ্যাগরিষ্ঠতা আছে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী আমি এখনও প্রধানমন্ত্রী আছি। আমাকে উৎখাত বৈধ নয়।

সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসের শাসনামলে ২০১০ থেকে ২০১৪ সালে পর্যন্ত শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সিরিসেনা। তবে ২০১৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসেকে পরাজিত করতে বিক্রমাসিংহের সঙ্গে জোটবদ্ধ হন সিরিসেনা।

ওই নির্বাচনে বিক্রমাসিংহের ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)-র সমর্থন পেয়েছেন বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন মাইথ্রিপালা সিরিসেনা।

কিন্তু শুক্রবার সিরিসেনার ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ) জানায়, তারা ইউএনপি’র সঙ্গে করা জোট থেকে বেরিয়ে যাবে।

এমনিতেই বেশ কয়েক মাস ধরে বিক্রমাসিংহে ও সিরিসেনার সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছিল। তাই শুক্রবার সিরিসেনার দলের এমন ঘোষণার মধ্য দিয়ে তিন বছরের বেশি সময় আগে গঠিত জোট সরকারের অবসান ঘটলো।

আরও পড়ুন :

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেরে বাংলার কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী
শেরে বাংলা এ কে ফজলুল হকের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী
X
Fresh