• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইইউকে হুঁশিয়ারি

শরণার্থীদের জন্য ইউরোপের দরজা খুলে দেবে তুরস্ক!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ নভেম্বর ২০১৬, ১৮:২৪

ইউরোপীয় ইউনিয়ন যদি বাড়াবাড়ি করে তাহলে শরণার্থীর জন্য ইউরোপে ঢোকার সীমান্তপথ খুলে দেয়া হবে। এমনটাই হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ান।

গেলো জুলাইয়ে ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত সন্দেহে হাজার হাজার মানুষের বিরুদ্ধে প্রেসিডেন্ট এরদোয়ান যে ব্যবস্থা নিচ্ছেন ইউরোপীয় পার্লামেন্ট তা মাত্রাতিরিক্ত বলে বর্ণনা করেন। তাই তুরস্ককে ইইউ’র সদস্য করার আলোচনা আপাতত স্থগিত রাখতে গেলো বৃহস্পতিবার সুপারিশ করে ইউরোপীয় পার্লামেন্ট।

এর পরিপ্রেক্ষিতেই শুক্রবার এরদোয়ান এ হুঁশিয়ারি দেন। তিনি বললেন, ‘৩০ থেকে ৩৫ লাখ শরণার্থীকে আমরাই খাইয়ে-পরিয়ে রেখেছি। আপনারা আপনাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছেন।’

তিনি আরো বললেন, ‘আমার কথা জেনে রাখুন- আপনারা যদি এ নিয়ে আর বাড়াবাড়ি করেন, সীমান্ত খুলে দেয়া হবে, সে কথা মনে রাখবেন।’

এপি/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh