• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিক্রি হচ্ছে রোহিঙ্গা মেয়েরা: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ অক্টোবর ২০১৮, ১১:৩৭
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে একটি মেয়ে- ছবি আল জাজিরা

বাংলাদেশের ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা মেয়েদের বিক্রি করে দেয়া হচ্ছে। নিজেদের খরচ যোগাতে বিভিন্ন গোষ্ঠীর হাতে অল্পবয়সী মেয়েদের তুলে দিচ্ছে রোহিঙ্গা পরিবারগুলো। পরে তাদের জোরপূর্বক কাজে নিয়োগ দেয়া হচ্ছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা বলছে, গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ৯৯টি মানবপাচারের ঘটনার তথ্য পেয়েছে তারা। এই ধারা অব্যাহত আছে। তাই প্রকৃত সংখ্যাটি এর চেয়ে বড়।

গত সপ্তাহে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা(আইওএম) এক প্রতিবেদনে জানায়, পাচার হওয়াদের মধ্যে ৩৫ জন মেয়ে আর ৩১ জন নারী। মেয়েদের ৩১ জন এবং নারীদের ২৬ জনকে বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করা হয়।

আইওএম’র মুখপাত্র ডিনা পারমার এক বিবৃতিতে বলেন, আমরা যে ঘটনাগুলো শুনেছি, সেগুলো খুবই দুর্বিষহ। মানবপাচারকারীরা কাজ এবং আরও উন্নত জীবনের আশা দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করছে।

তিনি আরও বলেন, অন্যদের কাছে এটা শুধু বিপজ্জনক মনে হতে পারে কিন্তু এসব পরিবারের পরিস্থিতিটা একবার ভেবে দেখুন। তারা এর থেকেও মারাত্মক কিছু করতে পারে। সম্ভবত পরিবারের একজন আরেকজনের জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত।

ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন(ওয়াইপিএসএ) নামের এক বাংলাদেশি স্বেচ্ছাসেবী সংস্থা এসব শরণার্থীর মধ্যে মানবপাচার সম্পর্কে সচেতনতা বাড়াতে ক্যাম্পেইন শুরু করেছে।

সংস্থাটির সঙ্গে সংশ্লিষ্ট যিশু বড়ুয়া জানান, এক হাজারেরও বেশি রোহিঙ্গা মানবপাচারের শিকার হয়েছেন।

গত আগস্টে জাতিসংঘের তদন্ত কর্মকর্তাদের প্রকাশ করা প্রতিবেদনে বলা হয়, গত বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে ১০ হাজার রোহিঙ্গা হত্যা এবং সেখানকার সাত লাখ রোহিঙ্গাকে সীমান্ত পার হয়ে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করা হয়। এই লক্ষ্যে সামরিক প্রচারণায় অংশ নেয়া মিন অং হ্লাইয়াংকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

আরও পড়ুন :

কে/এসআর

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে সময় লাগবে ১৪ বছর: জাতিসংঘ
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
X
Fresh