• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সব অভিযোগ ভুয়া ও ভিত্তিহীন: এম জে আকবর

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ অক্টোবর ২০১৮, ০৯:১০

ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। বিজেপি সরকারের এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বললেন। খবর পার্সটুডে, আনন্দবাজারের।

রোববারের সংবাদ সম্মেলনে এম জে আকবর বলেন, কাজের কারণে দেশের বাইরে থাকায় আমি এর আগে এ নিয়ে জবাব দিতে পারিনি। আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভুয়া ও ভিত্তিহীন।

তিনি বলেন, লোকসভা ভোটের কয়েক মাস আগে এই ঝড় উঠল কেন? এটা আপনারাই (সাংবাদিক) বুঝে নিন। এই মিথ্যা, ভিত্তিহীন ও বানানো অভিযোগগুলো আমার ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ করেছে।

এম জে আকবর তার সাফাইতে বলেন, প্রমাণ ছাড়া অভিযোগ করার বিষয়টা আজকাল একটা অংশের মধ্যে খুব ভাইরাল হয়ে পড়েছে। আমার আইনজীবীরা এসব ভিত্তিহীন অভিযোগগুলো খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এর আগে গতকাল আফ্রিকা সফর দেশে দিল্লি পৌঁছানোর পর যৌন হেনস্থার ইস্যুতে আকবরকে ঘিরে ধরে সাংবাদিকরা। তখন তিনি বলেন, এ বিষয়ে পরে বিবৃতি দেয়া হবে।

তবে বিভিন্ন সূত্রের খবর দিয়ে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, ইতোমধ্যেই পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে ইমেইল করেছেন আকবর। যদিও সূত্রগুলো জানিয়েছে, তার পদত্যাগপত্র গৃহীত হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি বলিউড পাড়ায় শুরু হওয়া #মিটু আন্দোলনের ঢেউ ভারতের ক্রিকেট জগত এমনকি রাজনীতির ময়দানও উত্তাল করে তোলে। এরই ধারাবাহিকতায় ছয়জনের বেশি নারী অভিযোগ করেছেন যে সংবাদপত্রের সম্পাদক থাকা অবস্থায় তারা আকবরের যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। অভিযোগকারীদের মধ্যে অনেকেই নারী সাংবাদিক। ওই ঘটনায় প্রধান বিরোধীদল কংগ্রেসসহ অন্যরা অবিলম্বে আকবরের পদত্যাগের দাবি জানায়।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
X
Fresh