• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভিডিওতে জাপানের সুনামি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ নভেম্বর ২০১৬, ১০:৫৮

জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় ফুকুশিমা জেলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর উঁচু এলাকায় সরিয়ে নেয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ৭ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্পে উপকূলীয় এলাকায় আছড়ে পড়েছে সুনামি। আর সেই সুনামির দৃশ্য ধরা পড়েছে স্কাই নিউজের ভিডিওতে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, মিয়াগি জেলার সেন্দাই বন্দরে ১ দশমিক ৪ মিটার উচ্চতার সুনামি ঢেউ দেখা যায়। এতে কয়েকজন সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও সুনামির মাত্রা ৩ মিটার পর্যন্ত হতে পারে বলে আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

জাপানের মেট্রোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে টেলিগ্রাফ বলছে, এরইমধ্যে উপকূলীয় অঞ্চলে সুনামি আঘাত দেখা গেছে। ফুকুশিমার পারমাণবিক চুল্লির কাছাকাছি প্রথম আঘাতটি ছিল জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে।

এদিকে ভূমিকম্প সম্পর্কে তথ্য সংগ্রহের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি টাস্কফোর্স গঠন করেছে। তবে ফুকুশিমা ও পার্শ্ববর্তী মিয়াগি জেলাসহ প্রশান্তমহাসাগরীয় উপকূলের জেলায় আবহাওয়া অধিদপ্তরের জারিকৃত সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh