• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

উচ্চ গতির ট্রেন সার্ভিস উদ্বোধন করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৮

উচ্চ গতির ট্রেন সার্ভিস উদ্বোধন করল সৌদি আরব। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ উচ্চ গতির এ ট্রেন সার্ভিস উদ্বোধন করেন। মক্কা থেকে মদিনায় যাবার এই যাত্রীবাহী ট্রেনের নাম হারামাইন এক্সপ্রেস। খবর আল-জাজিরা, খালিজ টাইমস।

মাত্র দুই ঘণ্টায় উচ্চ গতি সম্পন্ন ট্রেন হারামাইন এক্সপ্রেস ৪৫০ কিলোমিটার (২৮০মাইল) পথ পাড়ি দিয়ে যাত্রীদের নিয়ে মক্কা থেকে জেদ্দার রেড সি পোর্ট হয়ে মদিনায় পৌঁছে দেবে। আগামী ৪ অক্টোবর থেকে নিয়মিত যাত্রী পরিবহন করবে হারামাইন এক্সপ্রেস।

হারামাইন এক্সপ্রেস উচ্চ গতির ট্রেনটি প্রতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। পরিবহন কর্তৃপক্ষ যাত্রীদেরকে ২ ঘণ্টার সার্ভিস প্রদান করবে। ৩৫টি ট্রেন দিয়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ প্রকল্পটিতে প্রায় ১৬ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছে।

এই এক্সপ্রেস আগামী বছর হজে মক্কা থেকে মদিনায় ২ মিলিয়ন হজ যাত্রীকে পরিবহন করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।

হারামাইন এক্সপ্রেস উচ্চ গতির ট্রেন যোগাযোগ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবচেয় বড় পরিবহন প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানান রেল যোগাযোগ প্রকল্প পরিচালক মোহাম্মদ ফালাহ।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
স্বাধীনতা দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
X
Fresh