• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

চরকা নিয়ে লেখা গান্ধীর চিঠি ৪ লাখ ৬০ হাজার রুপিতে বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪২
প্রতীকী ছবি

চরকা কাটার গুরুত্ব নিয়ে মহাত্মা গান্ধীর লেখা একটি চিঠি ছয় হাজার ৩৫৮ ডলারে বিক্রি হয়েছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় চার লাখ ৬০ হাজার রুপি।

গুজরাটি ভাষায় লেখা এই চিঠি নিলামে তুলেছিল যুক্তরাষ্ট্রের নিলামকারী প্রতিষ্ঠান ‘আর আর অকশন’। প্রতিষ্ঠানটির বিবৃতির বরাত দিয়ে একথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’।

চিঠিটি কবে লেখা হয় তা জানা যায়নি। যশবন্ত প্রসাদ নামের একজনের উদ্দেশে লেখা এই চিঠির শেষে লেখা, ‘বাপুর আশীর্বাদ’।

চিঠিতে এক জায়গায় মহাত্মা গান্ধী লিখেছেন, চরকা নিয়ে আমরা যে আশা করেছিলাম, তাই হয়েছে। আরেক জায়গায় লিখেছেন, যাই হোক, আপনি যা বলছেন, তাই সঠিক। সবকিছুই চরকার ওপর নির্ভর করছে।

স্বাধীনতা আন্দোলনের সময় বিদেশি বস্ত্র ত্যাগ করে চরকায় কাটা খাদির পোশাক পরতে দেশবাসীর প্রতি আহ্বান জানান গান্ধী। দেশের অর্থনৈতিক স্বনির্ভরতার প্রতীক হিসেবে চরকাকে তুলে ধরছিলেন তিনি।

এর পাশাপাশি তখন আর্থিকভাবে স্বাবলম্বী করতে চরকার গুরুত্বের কথা প্রচার করেন গান্ধী। দেশের মানুষকে প্রতিদিন চরকা কাটার পরামর্শ দেন তিনি। চিঠিটি বিক্রির কথা জানালেও এটি কে কিনেছেন তা জানায়নি ‘আর আর অকশন’ কর্তৃপক্ষ।

আরও পড়ুন :

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের জন্য পেঁয়াজ কিনছে ভারত
‘শেখ মুজিব কেবল বাংলাদেশের বন্ধু নন, তিনি ভারতেরও বন্ধু’
বাংলাদেশি জাহাজ উদ্ধারে অভিযান চালাবে ভারতীয় নৌবাহিনী
ভারতে ফিরলেই গ্রেপ্তার হবেন রাখি
X
Fresh