• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তুরস্কে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট বিলুপ্ত হচ্ছে

অনলাইন ডেস্ক
  ২৪ জুলাই ২০১৬, ১২:১৩

তুরস্কে ‘প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট’ বিলুপ্ত করা হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম।

রোববার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যতে আর প্রেসিডেন্সিয়াল রেজিমেন্ট থাকবে না। কারণ এর কোনও প্রয়োজন নেই।

তুরস্কে এরদোগান সরকারের ব্যাপক দমন অভিযানের মধ্যেই ‘প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট’ বিলুপ্ত করার এ সিদ্ধান্ত নেওয়া হলো।

এই বাহিনীর সদস্য সংখ্যা দুই হাজারের বেশি। তুরস্কে গত সপ্তাহের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনীর অন্তত তিনশো সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী নেতা ফেতুল্লাহ গুলেনের ঘনিষ্ঠ সহযোগী হালিস হ্যান্সিকেও আটক করেছে।

প্রেসিডেন্ট রেচেপ তায়িপ এরদোগানের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকেই দেশজুড়ে ব্যাপক দমন অভিযান শুরু হয়। অভিযানে সরকারি কর্মকর্তা , স্কুল শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রধানসহ বহু মানুষকে গ্রেপ্তার এবং বরখাস্ত করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh