• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মোদির নোটকাণ্ডে মমতার কবিতা

নিউজ ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ নভেম্বর ২০১৬, ২০:১৯

অন্যায়ের প্রতিবাদ করা মমতা বন্দ্যোপাধ্যায়ের মজ্জাগত। অনশন, মিটিং-মিছিল যেমন তার রাজনৈতিক প্রতিবাদের হাতিয়ার, তেমনই নৈতিক প্রতিবাদের অস্ত্র শাণিত কলম। দলমত নির্বিশেষে সামগ্রিক মানবসত্তার হয়ে অসিষ্ণুতাকে রুখে দিতে প্রায়ই কলম ধরেন তিনি। এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোটকাণ্ড নিয়েও কলম ধরলেন। লিখলেন কবিতা।

রাজধর্ম লোকধর্ম
অসহিষ্ণুতার অহর্নিশ
একেশ্বরের একাধিপত্যে
লক্ষ্যভেদ তীর বিষ।

ক্ষুদ্রজনে করলে আঘাত,
আঘাতে বিদ্ধ জনগণ
দণ্ডদান-এর প্রবল অত্যাচারে
লক্ষ্মীর ঝাঁপি হারালো ধনজন।

একদিনে সবারে ভিখারী করলে
তুমি পরলে স্বৈরাচারী সাজ!
গরীবরা হলো ‘কালো অর্থ’
আর তোমরা হলে মহারাজ!

এ তাড়াতাড়ি, এত হুড়োহুড়ি
কেন পরিকল্পনাহীন স্বপ্ন!
সাধারণ মানুষের সব কিছু কেড়ে
গরীবদের হৃদয় করলে ভগ্ন।

সাধারণ মানুষকে শাস্তি দিয়ে
কি করে ঢাকবে লাজ?
পাপীদের দিলে অর্থ বাঁচিয়ে
সবার ধিক্কার আজ।

প্রাপ্য অধিকার কেড়ে নিয়ে
বঞ্চিত করলে যাদের
তাদের আবার ভিক্ষার নামে
সাময়িক দুহাজার দিচ্ছো তাদের।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh