• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিদ্যুতের খুঁটিতে ঝুলছে লাশের পর লাশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ নভেম্বর ২০১৬, ১৮:৫৫
প্রতীকী ছবি

ইরাকের মসুল শহরে বেসামরিক লোকজনকে হত্যার পর তাদের মরদেহ প্রকাশ্যে বিদ্যুতের খুঁটিতে ঝুলিয়ে রাখছে ইসলামিক স্টেট (আইএস)। এমনটাই দাবি করছে জাতিসংঘ।

গত কয়েকদিনে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ এনে প্রায় ৪০ জন বেসামরিক নাগরিককে হত্যা করে আইএস। পরে তাদের মরদেহ বিভিন্ন জায়গায় প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়।

জাতিসংঘ তাদের প্রতিবেদনে জানায়, ইসলামিক স্টেট তাদের তথাকথিত আদালতের নির্দেশে বেসামরিক লোকদের হত্যা করছে। ঝুলিয়ে রাখা মরদেহর ওপর লেখা হয়- ‘বিশ্বাসঘাতক এবং ইরাকী নিরাপত্তা বাহিনীর দালাল’।

শুধু তাই নয়, ইসলামিক স্টেট মসুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। তাদের এ নিষেধাজ্ঞা অমান্য করে ফোন ব্যবহারের কারণে একজনকে হত্যা করা হয়।

এদিকে প্রথমবারের মতো মসুলে প্রবেশ করেছে ইরাকি বাহিনী। পুনর্দখলের জন্য তাদের অভিযান অব্যাহত রেখেছে। ২০১৪ সাল থেকে মসুল নগরী আইএস’র নিয়ন্ত্রণে রয়েছে। এটাই তাদের সর্বশেষ দূর্গ। নগরীর নিয়ন্ত্রণ হারালে তা হবে আইএস’র সবচেয়ে বড় পরাজয়।

এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh