• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মধ্যরাত থেকেই বাতিল ৫শ ও ১ হাজার রুপির নোট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ নভেম্বর ২০১৬, ২১:৫৮

কালো অর্থ রুখতে ৫শ ও ১ হাজার রুপির নোট অবৈধ ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এ ঘোষণা দেন মোদি। সে প্রেক্ষিতে মধ্যরাত থেকেই বাতিল হচ্ছে নোটগুলো।

প্রচলিত ৫শ ও ১ হাজার রুপির নোটের পরিবর্তে বাজারে ১শ রুপির নতুন নোট ছাড়া হবে।

মোদি জানান, ৮ নভেম্বর রাত ১২টার পর থেকে এ নোটগুলো অবৈধ। তবে রেলওয়ে ও হাসপাতালগুলোতে অবৈধ ঘোষিত নোটগুলো আসছে ৭২ ঘণ্টা (১১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত) লেনদেন করা যাবে।

অন্যদিকে দেশটিতে ৯ নভেম্বর গ্রাহকের জন্য ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ব্যাংকগুলো তাদের অভ্যন্তরীণ কার্যক্রম চালিয়ে যেতে পারবে। কোনো কোনো এলাকায় এটিএম বুথও বন্ধ থাকবে।

যার কাছে বাতিল হওয়া নোট থাকবে, সেগুলো আসছে ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাংক ও পোস্ট অফিস থেকে বদল করে নিতে হবে বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদি।

এপি/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh