• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বন্ধ হচ্ছে না এনডিটিভি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ নভেম্বর ২০১৬, ১৪:০০

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ওপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। তাই একদিনের জন্য সম্প্রচার বন্ধ হচ্ছে না এ টেলিভিশন চ্যানেলটির।

‘স্পর্শকাতর সংবাদ’ প্রকাশের অভিযোগে গেলো বুধবার এনডিটিভি’র সম্প্রচার ২৪ ঘণ্টার জন্য বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার। নির্দেশ অনুসারে ৯ নভেম্বর (বুধবার) মধ্যরাত থেকে সম্প্রচার বন্ধ থাকার কথা ছিল।

সোমবার ভারতের সুপ্রিম কোর্ট সরকারকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ দেন। সেই সঙ্গে আজ মঙ্গলবার আত্মপক্ষ সমর্থন করে আদালতে এনডিটিভিকে বক্তব্য দেয়ার দিন ধার্য করা হয়।

চলতি বছরের জানুয়ারিতে পাঠানকোটে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলার বিষয়ে 'কৌশলগত ও স্পর্শকাতর' তথ্য পরিবেশন করার অভিযোগে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল।

তবে এনডিটিভি কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।

এফএস/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh