• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হিলারির জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ!

মুক্তা মাহমুদ

  ০৮ নভেম্বর ২০১৬, ১২:৪২

কয়েক ঘণ্টা পর শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির নাগরিকরা তাদের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচন করবেন। কে হচ্ছেন সাদা বাড়ির বাসিন্দা, হিলারি না ট্রাম্প? জানতে ভোটের ফলাফলের ওপর অপেক্ষা করতে হলেও, ইতোমধ্যে জনমতজরিপের বিশ্লেষণে ইতিহাসের দুয়ারে কড়া নাড়ছেন হিলারিই।

ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের ই-মেইল নিয়ে এফবিআই’র নতুন তদন্তের ঘোষণায় জনপ্রিয়তা বাড়ছিল রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। তদন্ত সংস্থাটির প্রধানের দেয়া ‘ক্লিন চেকে’ সেই জনপ্রিয়তা ফের নিম্নগামী হবার উপক্রম। তবে ট্রাম্প শিবিরে এখনো সুবাস দিচ্ছে ওহাইও। বিপরীতে হিলারি সমর্থকরা আশা রাখছেন সবশেষ প্রকাশিত ১০টি জনমত জরিপে। যেগুলোতে বলা হচ্ছে, সবকিছু ঠিকঠাক চললে হিলারিই হবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। সেই সঙ্গে প্রথম নারী প্রেসিডেন্ট হয়ে গড়বেন ইতিহাস।

সব শ্রেণির মানুষ ও ভোটারের জয়গানে হিলারি যখন পূর্ণ ছিলেন, ঠিক তখনই ২৯ অক্টোবর তার নতুন ই-মেইলের সন্ধান পাবার ঘোষণা দেন এফবিআই পরিচালক জেমস কোমি। বিপদে থাকা ট্রাম্প সেই ট্রামকার্ড লুফে নিতে সময় নেননি। ফলাফল হিলারির জনপ্রিয়তায় ভাটার টান।

গেলো সপ্তাহে ‘এবিসি নিউজ/ওয়াশিংটন পোস্টে’র জনমত জরিপে প্রথমবারের মতো হিলারিকে ছাড়িয়ে যান ট্রাম্প। মার্কিনীদের ভুল ভাঙতে অবশ্য সময়ও লাগেনি। একদিন পর থেকেই আবার জনপ্রিয়তার পারদ উঠতে থাকে। মাত্র দু’দিন পর ব্যবধান দাঁড়ায় ৫ পয়েন্ট।

নির্বাচনী জনমত জরিপ সংস্থা ‘ফাইভ থার্টি এইট’র প্রতিবেদনে হিলারির জয়ের সম্ভাবনা শতাংশে ৬৪ ভাগ। আর ‘হাফিংটন পোস্টে’র মতে ৯৮ শতাংশ। ‘নিউইয়র্ক টাইমস’ ও ‘সিবিএস নিউজ’ হিলারি’র জয়ের সম্ভাবনা দেখিয়ে বলছে তার পক্ষে ৪২ ও ট্রাম্পের সমর্থন ৩৯ শতাংশ। ‘নিউইয়র্ক টাইমস’-এ নিয়মিত প্রকাশিত ১০টি জনমত জরিপের গড় ফলাফলেও হিলারির সম্ভাবনা দেখিয়ে বলা হচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী এখনো ২ দশমিক ৩ শতাংশ পয়েন্টে এগিয়ে।

একই জরিপে রিপাবলিকান দলের একমাত্র সমর্থক ‘ফক্স নিউজ’ও হিলারিকে ২ পয়েন্টে এগিয়ে রাখছে। তবে ট্রাম্পের সম্ভাবনা দেখাচ্ছে একমাত্র ‘আইবিডি-টিআইপিপি’। তাদের জরিপে ট্রাম্প এগিয়ে ১ পয়েন্টে। নির্বাচনের আগের দিনও সবগুলো জনমত জরিপে এগিয়ে আছেন হিলারি। রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হিলারির জয়লাভের সম্ভাবনা ৯০ শতাংশ।

যদিও প্রেসিডেন্ট নির্বাচনে জিততে মরিয়া হিলারি-ট্রাম্প দু’জনই। লড়াইয়ে এখন পর্যন্ত ওহাইওকে পাশে পাচ্ছেন ট্রাম্প। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, মিশিগানও।

তবে এখন পর্যন্ত যে আভাস তাতে বিশ্লেষকদের ধারণা, মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে সাদা বাড়ির আঙ্গিনায় পা রাখতে যাচ্ছেন কোনো নারী!

এফএস/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh