• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে সংবাদপত্র অফিসে গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জুন ২০১৮, ০৯:৫৩

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের একটি সংবাদপত্র অফিসে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন অন্তত পাঁচজন। গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে আনাপোলিস শহরের ‘দ্যা ক্যাপিটাল গ্যাজেট’ নামে পত্রিকা অফিসে গোলাগুলি হয়। অ্যানি আরুন্ডেল পুলিশ, গোয়েন্দা সংস্থা এফবিআই ও এটিএফও এ হামলার সত্যতা নিশ্চিত করেছে। খবর বিবিসি।

হঠাৎ করে এক বন্দুকধারী অ্যানাপোলিসের ৮৮৮ বেস্টগেট রোডে পত্রিকাটির বার্তা-কক্ষের কাঁচের দরজা দিয়ে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে পুরো ভবন ঘিরে রেখে সন্দেহভাজন হামলাকারীকে আটক করে পুলিশ।

পত্রিকাটির ক্রাইম রিপোর্টার ফিল ডেভিস টুইট করে জানিয়েছেন, বেশ কিছু লোকজনকে গুলি করা হয়েছে। তাদের মধ্যে কেউ হয়তো মারা গেছেন। এর চেয়ে ভয়ংকর আর কী হতে পারে যে, অফিসের ডেস্কের নিচে লুকিয়ে আপনি সন্ত্রাসীদের গুলি রিলোডের শব্দ শুনতে পাচ্ছেন।

ঠিক কী কারণে এ হামলা তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

তবে একে ‘পরিকল্পিত হামলা’ বলছে পুলিশ।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা করে নিহতদের পরিবারে সমবেদনা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এপি /জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
মিয়ানমারের রাখাইনে সংঘাত, টেকনাফে এসে পড়লো গুলি
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
X
Fresh