• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে হামলার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ নভেম্বর ২০১৬, ০৮:৫০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে আল-কায়েদার হামলার আশঙ্কা করছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। হামলার লক্ষ্য হতে পারে নিউইয়র্ক, টেক্সাস এবং ভার্জিনিয়া। অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজ এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার স্থানগুলো নিশ্চিত না হওয়া গেলেও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, টেক্সাস ও ভার্জিনিয়াতে হামলা হতে পারে আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে যৌথ সন্ত্রাস-বিরোধী টাস্ক ফোর্সকে সতর্ক করেছেন গোয়েন্দা কর্মকর্তারা।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, হামলার তথ্যে বিশ্বাসযোগ্যতার অভাব আছে। আমরা দেশে বড় কোনও আয়োজনের আগে নিয়মিত সব ধরনের সম্ভাব্য হুমকি মূল্যায়ন করি।

এফবিআই জানিয়েছে, সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে এবং গোয়েন্দা প্রতিবেদন বিনিময় করা হচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।

হামলার এ ধরনের হুমকির কারণে তিনটি অঙ্গরাজ্যে ভোটার উপস্থিতি কমে যাওয়া এবং প্রেসিডেন্ট নির্বাচনের ফলে বড় ধরনের প্রভাব পড়ারও আশঙ্কা করা হচ্ছে।

এফএস/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh