• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এনডিটিভি ১ দিন বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ নভেম্বর ২০১৬, ১৬:৫৪

ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি ১ দিন বন্ধের নির্দেশ দিলো দেশটির সরকার। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের ঘটনা সরাসরি সম্প্রচারের অভিযোগে আসছে ৯ নভেম্বর টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার ২৪ ঘণ্টা বন্ধের নির্দেশ দেয়া হয়।

গেলো জানুয়ারিতে পাঠানকোটের বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলা ও তারপরের অভিযান সরাসরি সম্প্রচার করে এনডিটিভির হিন্দি চ্যানেল।

কৌশলগত-সংবেদনশীল বিষয় প্রচারের শাস্তি হিসেবে এ নির্দেশ দেয়া হয়েছে বলে জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তবে অভিযোগ অস্বীকার করে এনডিটিভি কর্তৃপক্ষ বলছে, ওই সম্প্রচার ছিল ভারসাম্যপূর্ণ। সন্ত্রাসবিরোধী অভিযান দেখানোর অভিযোগে এটাই ভারতের কোনো টিভি স্টেশনের বিরুদ্ধে নেয়া প্রথম শাস্তিমূলক পদক্ষেপ।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh