• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মার্কিনবিরোধী নিষেধাজ্ঞা বিলে সই করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ জুন ২০১৮, ২১:৪৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা বিলে সই করেছেন। যেসব দেশ বা ব্যক্তি রাশিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতায় লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে গতকাল সোমবার সই করা এ নিষেধাজ্ঞা বিল কার্যকর হবে। খবর পার্সটুডে, স্পুটনিকের।

এর আওতায় রুশ সরকার এবং অনুমোদিত কর্তৃপক্ষ এসব দেশের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা স্থগিত করতে পারবে। এছাড়া আমদানি-রপ্তানি বাণিজ্য সীমিতকরণের পাশাপাশি আরও নানা রকম ব্যবস্থা নিতে পারবে।

রাশিয়ার অর্থনৈতিক স্বার্থকে সুরক্ষা ও নিরাপত্তা দেয়ার লক্ষ্যে দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন বিলের খসড়া তৈরি করেন। গত এপ্রিল মাসে রুশ সংসদের সবগুলো ককাশেতে এ বিল পাস করা হয় এবং মে মাসের শেষ নাগাদ তাতে রুশ সংসদ সদস্যরা অনুমোদন দেন।

এর আগে গত ৬ এপ্রিল মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেন। তাতে কয়েকজন রুশ ধনকুবের, তাদের মালিকানাধীন ১২টি কোম্পানি ও ১৭ জন সরকারি শীর্ষ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি রাশিয়ার সরকারি অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

মার্কিন ওই নিষেধাজ্ঞার জবাবে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেন, রাশিয়াবিরোধী যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পাল্টা জবাব দেয়ার ক্ষমতা রয়েছে মস্কো। এছাড়া ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করবে মস্কো।

এদিকে যুক্তরাষ্ট্রে রাশিয়ার দূতাবাস জানিয়েছে, নতুন এই নিষেধাজ্ঞা উভয় দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলবে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যা জানালেন পুতিন
রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন আজ
রাশিয়ার সঙ্গে শক্তিশালী সম্পর্কের ঘোষণা চীনের
নাভালনি শতভাগ সুস্থ ছিলেন জানিয়ে পুতিনের শাস্তি দাবি স্ত্রীর
X
Fresh