• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতে যাত্রীবাহী ট্রেনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ মে ২০১৮, ২০:১৬

ভারতের মধ্যপ্রদেশে একটি যাত্রীবাহী ট্রেনের দুটো শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আজ সোমবার এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি, জি নিউজ।

এনডিটিভি জানায়, সোমবার অন্ধ্রপ্রদেশ এসি সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেন নয়াদিল্লি থেকে বিশাখাপত্তমের উদ্দেশে যাচ্ছিল। পথে স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটের দিকে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বিরলানগর স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ট্রেনের বি৬ বগিতে আগুন ধরে যায়।

কিছুক্ষণের মধ্যে পাশের বি ৭ বগিতেও আগুন ছড়িয়ে পড়ে বলে জানান রেলওয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র বেদ প্রকাশ।

ওই সময় স্টেশনে না নিয়ে দ্রুত সেখানেই ট্রেন থামিয়ে আগে আগুন লাগা বগি দুটো থেকে যাত্রীদের নিরাপদে বের করে পাশের বগিতে স্থানান্তর করা হয়। তারপর অন্য বগিগুলোকে আলাদা করে সরিয়ে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওচিত্রে শীতাতপ নিয়ন্ত্রিত দুটো বগির দরজার ফাঁক দিয়ে আগুন ও ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

আগুন নিভে যাওয়ার পর বেলা ১টা ১০ মিনিটের দিকে গোয়ালিয়র স্টেশনে পৌঁছায় ট্রেনটি। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন রেলওয়ের মুখপাত্র।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে সার্ভিসের গাড়িতে হামলা
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
X
Fresh