• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ায় রকেট হামলায় নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ অক্টোবর ২০১৬, ১০:৩৩

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় বিদ্রোহীদের রকেট ও মর্টার হামলায় ১৭ শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৪১ জন। আহত হয়েছেন অনেকে।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, আলেপ্পোর পশ্চিমাঞ্চল থেকে শত শত রকেট ও মর্টার শেল নিক্ষেপ করে বিদ্রোহী যোদ্ধারা।

পশ্চিম দিকে ঢুকতে অবরোধ ভাঙার চেষ্টা করে অন্তত দেড় হাজার যোদ্ধা। আলেপ্পোর পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে বেশ ক’দিন ধরে সংঘর্ষ চলছে।

এদিকে বিদ্রোহীদের বিরুদ্ধে আলেপ্পোর সরকার নিয়ন্ত্রিত এলাকায় বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগ এনেছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। সংস্থাটি জানায়, হামদানিয়ের দাহিয়েত আল-আসাদ জেলায় শ্বাসকষ্ট, পেশী-সংকোচনসহ বিষাক্ত গ্যাসজনিত নানা প্রদাহ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৩৬ জন।

এফএস/এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh