• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মালিতে শান্তিরক্ষীর ছদ্মবেশে হামলায় এক সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ এপ্রিল ২০১৮, ০৯:০৭

আফ্রিকার দেশ মালিতে ফ্রান্স ও জাতিসংঘের বাহিনীর বিরুদ্ধে চালানো একটি রকেট ও গাড়ি বোমা হামলায় একজন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানাচ্ছেন, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ব্যবহৃত পোশাক ও জাতিসংঘের লোগো সমৃদ্ধ গাড়ি ব্যবহার করে টিম্বাকটু বিমানবন্দরের কাছে দুটি ঘাঁটিতে এই হামলা চালানো হয়। খবর বিবিসির।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন একজন শান্তিরক্ষী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : জেলে বসেও টাকা আয় করছেন ‘ধর্মগুরু’ রাম রহিম!
--------------------------------------------------------

মালির সরকার জানাচ্ছে, ওই হামলার ঘটনায় আরও এক ডজনের বেশি সেনা আহত হয়েছেন। যাদের অধিকাংশই ফ্রান্সের সেনা সদস্য।

এক বিবৃতিতে মালির নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, ‘নীল হেলমেট পরিহিত’ হামলাকারীরা কয়েক ডজন রকেট ছোঁড়ে। এসময় জঙ্গিদের ব্যবহৃত দুটি গাড়ি বিস্ফোরকবোঝাই ছিল।

মন্ত্রণালয় জানাচ্ছে, একটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়। আর যে গাড়ির গায়ে জাতিসংঘের লোগো লাগানো ছিল সেটিকে থামানো হয়।

তারা বলছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তবে লড়াই শেষ হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানিয়েছে মালির নিরাপত্তা মন্ত্রণালয়।

মালিতে প্রায়ই শান্তিরক্ষী বাহিনী ও সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলার ঘটনা ঘটে থাকে। তবে ফ্রান্সের সাবেক কলোনি হওয়ায় দেশটির ফরাসি বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে সময় লাগবে ১৪ বছর: জাতিসংঘ
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
জলবায়ু পরিবর্তনের প্রধান শিকার এশিয়া: জাতিসংঘ
মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা
X
Fresh