• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ায় সাজানো নাটক মঞ্চস্থ হচ্ছে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ এপ্রিল ২০১৮, ১৫:৫২
ফাইল ছবি

সিরিয়ায় পশ্চিমা বিশ্বের হামলার নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘খুব মারাত্মকভাবে’ সিরিয়ার ওপর এই হামলা চালানো হচ্ছে। এমনকি রাশিয়া জাতিসংঘে জরুরি বৈঠক আহ্বান করবে বলে জানিয়েছেন পুতিন। খবর বিবিসির।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিনের বিবৃতি পড়ে শোনানো হয়। ওই বিবৃতিতে পুতিন বলেন, সিরিয়ায় হামলা ‘আগ্রাসনের শামিল। ডৌমা শহরে সন্দেহভাজন রাসায়নিক অস্ত্র হামলা সাজানো। আর সেটিকে সামনে রেখেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সিরিয়ায় হামলা চালিয়েছে।’

এর আগে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ায় হামলা শুরু করে। যুক্তরাষ্ট্রে রাশিয়ান দূতাবাস ওই হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ এক বিবৃতিতে জানান, সবচেয়ে মারাত্মক ভয়টা সত্যে পরিণত হলো। আমাদের সতর্কতাকে মূল্যায়ন করা হলো না।

ওই বিবৃতিতে আরও বলা হয়, পূর্বে সাজানো নাটক মঞ্চস্থ করা হচ্ছে। আমাদের আবারও হুমকি দেয়া হচ্ছে। আমরা আগেই সতর্ক করে দিয়েছিলাম যে, এ ধরনের হামলার পরিণতি ভালো হবে না।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে কল্পনাও করেনি ইসরায়েল
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র
X
Fresh