• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

হামলাকারী ইউটিউব বিদ্বেষী ছিলেন

আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ এপ্রিল ২০১৮, ১৮:১০

ইউটিউবের সদরদপ্তরে হামলাকারী ইরানি বংশোদ্ভূত নারী নাসিম আঘদাম ভিডিও শেয়ারিং ওয়েবসাইটটিকে ঘৃণা করতেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইউটিউবের সদরদপ্তরে বন্দুক হামলা চালিয়ে তিনজনকে আহত করার পর আত্মহত্যা করেন নাসিম। তিনি ইউটিউবের বিরুদ্ধে সেন্সরশিপ ও প্রতিষ্ঠানটির কর্মীরা সংকীর্ণ মনা বলে অভিযোগ করেছিলেন।খবর স্কাই নিউজের।

ওই ঘটনার তদন্তকারী গোয়েন্দারা জানিয়েছেন, সান ডিয়াগোর ৩৯ বছর বয়সী প্রাণী অধিকারকর্মী নাসিম একজন ইউটিউব স্টার প্রত্যাশী ছিলেন। তার অভিযোগ ছিল যে তার ভিডিওগুলো ফিল্টার করা হচ্ছে এবং গুরুত্ব কমিয়ে দেয়া হচ্ছে ফলে মানুষ সেগুলো খুব একটা দেখছে না।

--------------------------------------------------------
আরও পড়ুন: ক্ষমতার স্বাদ পেতে জাতির সাথেই বিশ্বাসঘাতকতা করলেন প্রিন্স
--------------------------------------------------------

নাসিমের বাবা ইসমাইল আঘদাম বলেছেন, তিনি পুলিশকে আগে ইউটিউবের প্রতি তার মেয়ের ‘ঘৃণার’ বিষয়ে সতর্ক করেছিলেন। নাসিম ইউটিউবের অফিসে যেতেও পারেন বলে সতর্ক করেছিলেন ইসমাইল।

ইসমাইল বলেন, ইউটিউব নাসিমের ‘সবকিছু বন্ধ’ করে দিয়েছিল। এ ঘটনায় ‘নাসিম রাগান্বিত ছিল’।

নাসিমের ভাই শাহরান আঘদাম বলেছেন, তার বোন সবসময় অভিযোগ করতেন যে ইউটিউব তার জীবন ধ্বংস করে দিয়েছে।

নাসিমের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল ছিল। যেগুলোতে হাজার হাজার সাবস্ক্রাইবার ছিল। কিন্তু পরে ওই চ্যানেলগুলো ডিলিট করে দেয়া হয়েছে।

আরও পড়ুন:

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh