• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভারতীয় মন্ত্রীর বোনকে নিয়ে পালিয়েছেন বাংলাদেশি যুবক

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ মার্চ ২০১৮, ২৩:৫১

ভারতের উত্তর প্রদেশের মন্ত্রী এস পি সিং বাঘেলের বোনকে নিয়ে সম্পদ অধিকারী নামের এক বাংলাদেশি যুবক পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মন্ত্রীর অভিযোগ, গত ১৬ মার্চ তার ১৬ বছর বয়সী বোনকে নিয়ে পালিয়ে ভারতের উত্তর ২৪ পরগনায় আসেন সম্পদ। প্রথমে তারা বারাসাতে এলেও সেখানে তাদের সন্ধান মেলেনি।

উত্তর প্রদেশের পুলিশকে সঙ্গে নিয়ে বোনকে খুঁজছেন মন্ত্রী ও তার ভাইয়েরা। ভারত ও বাংলাদেশের সীমান্তেও নজরদারি চালানো হয়েছে।

সম্পদের বাড়ি বাংলাদেশের নড়াইলে। জানা গেছে, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে যান সম্পদ। বারাসাতের কানাপুকুরে জমি কিনে বাড়িও করেন। সেই বাড়ি ভাড়া দিয়ে উত্তর প্রদেশের ভগ্নিপতির কাছে যান তিনি।

আরও জানা গেছে, নিজেকে ‘চিকিৎসক’ পরিচয় দিয়ে ভগ্নিপতির ওষুধের দোকানে বসতে শুরু করেন সম্পদ। ‘হাতুড়ে ডাক্তার’ হিসেবে পরিচিত পান তিনি। সেখান থেকেই এই মেয়ের সঙ্গে পরিচয় তার।

বাঘেলের ভাই নীরজ সিং জানান, সম্পদ অধিকারীর সম্পর্কে সব তথ্য তারা পেয়েছেন। বাংলাদেশে ইতি অধিকারী নামে এক স্ত্রীও রয়েছে সম্পদের। তবুও ১৬ বছরের এই মেয়েকে নিয়ে পালিয়েছেন তিনি। নিজেকে খুব বড়লোক বলে পরিচয় দিয়েছিলেন তিনি।

কে/এএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
X
Fresh